বাংলা নিউজ >
দেখতেই হবে >
বুথে ঢুকে আছাড় মেরে ভাঙা হল ইভিএম! অভিযোগ খোদ প্রার্থীর দিকে, কী ঘটল বারাসতে?
Updated: 27 Feb 2022, 06:13 PM IST
লেখক Sritama Mitra
রবিবাসরীয় পুরভোট শুরু হতেই দিকে দিকে অশান্তি। ভোট ... more
রবিবাসরীয় পুরভোট শুরু হতেই দিকে দিকে অশান্তি। ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বারাসতের ৭ নম্বর বুথে ঢুকে আছাড় মেরে ইভিএম ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে বিজেপি প্রার্থী শ্যামলী দাসের বিরুদ্ধে। ঘটনা ঘিরে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায় সকাল থেকে।