না ফেরার দেশে 'ডিসকো কিং'! চোখের জলে ভিজল বাপ্পি লাহিড়ির অন্তিম যাত্রা
গত একমাস ধরে তিনি ভর্তি ছিলেন মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে। তবে সমস্ত লড়াইকে থামিয়ে গত ১৫ ফেব্রুয়ারি জীবনাবসান হয় ভারতের 'ডিসকো কিং' বাপ্পি লাহিড়ির। ভারতীয় সঙ্গীত জগতের এই নক্ষত্রপতনে শোকের ছায়া নামে বলিউডে। বাপ্পি লাহিড়িকে শেষ শ্রদ্ধা জানান অমিতাভ বচ্চন থেকে আয়ুষ্মান খুরানারা। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের ভিলে পার্লেতে সম্পন্ন হয়েছে তাঁর শেষকৃত্য। শেষবার শিল্পীকে চোখের জলে আজ শ্রদ্ধা জানায় দেশ। তাঁর অন্তিমযাত্রায় ভিড় করেন বহু গুণমুগ্ধ।