লোকসভায় নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে 'ডিজিটাল বৈষম্য'-এর অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। মঙ্গলবার তিনি দাবি করেন, 'শাসক দল যা কিছু করে, যা কিছু বলে, সবকিছু টিভিতে দেখানো হয়। বিরোধীদের কথা টিভিতে দেখানো হয় না।' যদিও স্পিকার ওম বিড়লা পালটা জানান, বিরোধীরা সংসদে 'হট্টগোল' করেন, তা দেশের মানুষের সামনে তুলে ধরা যায় না। অধীরকে আক্রমণ শানান সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ জোশীও। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -