Aero India-এ নজর কাড়ল মার্কিন বায়ুসেনার অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান! Updated: 14 Feb 2023, 02:18 PM IST Soumick Majumdar বেঙ্গালুরুতে পাঁচদিনব্যাপী Aero India ইভেন্টে অংশ নেবে এই যুদ্ধ বিমান। মার্কিন বায়ুসেনার আধিকারিকরা জানিয়েছেন, ইউটাহের হিল এয়ার ফোর্স বেস এবং আলাস্কার আইলসন এয়ার ফোর্স বেস থেকে এই দু'টি স্টেলথ ফাইটার ভারতে এসেছে।