পেট্রোলের দামের পরিস্থিতিতে, ক্রমেই ইলেকট্রিক স্কুটারের চাহিদা বাড়ছে। একের পর এক নতুন ইলেকট্রিক টু-হুইলার লঞ্চ হচ্ছে। তবে এখনও ইলেকট্রিক স্কুটার কেনার সময়ে সকলের প্রধান প্রশ্ন এর রেঞ্জ নিয়ে। অর্থাত্ এক চার্জে কতটা যাওয়া যাবে, সেটাই সবার চিন্তা।
সেদিকেই নজর দিয়েছে Simple One ইলেকট্রিক স্কুটার। ২৩৬ কিলোমিটারের রেঞ্জ পাওয়া যাবে বলে দাবি সংস্থার। বেঙ্গালুরু-ভিত্তিক স্টার্ট-আপ সিম্পেল এনার্জির প্রথম ইলেকট্রিক স্কুটার এটি।
রেঞ্জ
সংস্থার দাবি, নতুন স্কুটারটি আইডিয়াল ড্রাইভিং কন্ডিশনে (আইডিসি) এক চার্জে ২৩৬ কিলোমিটার চলবে।
সিম্পল ওয়ানে থাকছে ৪.৮ kWh ব্যাটারি। ব্যাটারি আলাদা করেও খুলে নিয়ে চার্জ দেওয়া যাবে। এটি একটি বড় প্লাস পয়েন্ট। অনেকেই ভাড়ার গ্যারেজে বাইক-স্কুটার রাখেন। সেক্ষেত্রে কোনও সমস্যা হবে না। ফ্ল্যাটে থাকেন যাঁরা, তাঁদেরও সিঁড়ি বা লিফটে করে এই ব্যাটারি তুলতে সমস্যা হবে না। কারণ ব্যাটারির ওজন মাত্র ৬ কেজি।
সংস্থা জানিয়েছে, প্রতি মিনিট চার্জে ২.৫ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে এই স্কুটারে। শুধু তাই নয়, বিভিন্ন রাজ্যে প্রাথমিক পর্যায়ে ৩০০টি চার্জিং স্টেশন বসানোর পরিকল্পনা সংস্থার।
টপ স্পিড
সংস্থা জানিয়েছে স্কুটারটির টপ স্পিড ১০৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।
অ্যাক্সেলারেশান
অ্যাক্সেলারেশানও বেশ ভাল। মাত্র ৩.৬ সেকেন্ডে এই স্পিড তুলবে সিম্পল ওয়ান। ফলে ই-স্কুটার বলে হেলাফেলা করার জায়গাটা নেই বলেই ধরে নেওয়া যেতে পারে।
ডিজাইন

সংস্থার দাবি, নতুন স্কুটারটি আইডিয়াল ড্রাইভিং কন্ডিশনে (আইডিসি) এক চার্জে ২৩৬ কিলোমিটার চলবে।
সিম্পল ওয়ানে থাকছে ৪.৮ kWh ব্যাটারি। ব্যাটারি আলাদা করেও খুলে নিয়ে চার্জ দেওয়া যাবে। এটি একটি বড় প্লাস পয়েন্ট। অনেকেই ভাড়ার গ্যারেজে বাইক-স্কুটার রাখেন। সেক্ষেত্রে কোনও সমস্যা হবে না। ফ্ল্যাটে থাকেন যাঁরা, তাঁদেরও সিঁড়ি বা লিফটে করে এই ব্যাটারি তুলতে সমস্যা হবে না। কারণ ব্যাটারির ওজন মাত্র ৬ কেজি।
সংস্থা জানিয়েছে, প্রতি মিনিট চার্জে ২.৫ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে এই স্কুটারে। শুধু তাই নয়, বিভিন্ন রাজ্যে প্রাথমিক পর্যায়ে ৩০০টি চার্জিং স্টেশন বসানোর পরিকল্পনা সংস্থার।
টপ স্পিড
সংস্থা জানিয়েছে স্কুটারটির টপ স্পিড ১০৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।
অ্যাক্সেলারেশান
অ্যাক্সেলারেশানও বেশ ভাল। মাত্র ৩.৬ সেকেন্ডে এই স্পিড তুলবে সিম্পল ওয়ান। ফলে ই-স্কুটার বলে হেলাফেলা করার জায়গাটা নেই বলেই ধরে নেওয়া যেতে পারে।
ডিজাইন
সিম্পেল ওয়ান একটু স্পোর্টি মোটো-স্কুটার ধাঁচের। তাই যাঁদের একটু মডার্ন লুকসের স্কুটার চাই, তাঁদের জন্য এটি আদর্শ।
দাম
সিম্পেল ওয়ান স্কুটারের দাম ১.১ লক্ষ টাকা(এক্স-শোরুম)।
এই দামে অন্যতম রাইভাল হল Ola S1 ই-স্কুটার।
Ola S1 ই-স্কুটারের বিষয়ে বিশদে জানতে ক্লিক করুন এইখানে।
আরেকটু বেশি দামে রয়েছে হাই-পারফরম্যান্সের ই-স্কুটার Ather 450X।