মাত্র ৫ দিন হয়েছে নতুন OnePlus Nord 2 কিনেছিলেন বেঙ্গালুরুর অঙ্কুর শর্মা। সেটি তাঁর স্ত্রীকে উপহার হিসাবে দিয়েছিলেন। কিন্তু তাঁর ৫ দিনের মধ্যেই অঘটন। 'ভয়াবহ বিস্ফোরণ হয়ে স্ত্রীর ব্যাগের মধ্যেই জ্বলে উঠেছে নতুন ফোন,' জানান অঙ্কুর।অঙ্কুরের দাবি, একটি স্লিং ব্যাগে (ছোট কাঁধে ঝোলানো ব্যাগ) ফোন নিয়ে স্কুটার চালাচ্ছিলেন তাঁর স্ত্রী। এমন সময়ে হঠাত্ই বিস্ফোরণসহ জ্বলে ওঠে ব্যাগটি। সঙ্গে সঙ্গে সেটি ছুঁড়ে ফেলে দেন মহিলা। সৌভাগ্যবশত কোনও অঘটন হয়নি।এরপরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অঙ্কুর। ছবিও পোস্ট করেন।ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, এ বিষয়ে স্বীকার করেছে ওয়ান প্লাস। ঠিক কেন এভাবে ব্যাটারি জ্বলে উঠল নতুন ফোনের, তাই নিয়ে তারা জোরকদমে তদন্ত করছে বলে জানিয়েছে।বিশেষজ্ঞদের মতে ফোনের ব্যাটারির ক্ষেত্রে কিছু বিষয় নজর রাখা প্রয়োজন:১. স্মার্টফোনের সঙ্গে দেওয়া চার্জার দিয়েই চার্জ দিন। অন্য কোনও চার্জার দিয়ে চার্জ দেবেন না। চার্জার খারাপ হলে বা হারিয়ে গেলে সেই সংস্থারই চার্জার কেনার চেষ্টা করুন।২. স্মার্টফোন চার্জে বসিয়ে কখনও ব্যবহার করবেন না। ফোন কল তো নয়ই, ব্রাউজিং বা মেসেজ করাও নয়।৩. ফোন ব্যবহার করার সময়ে যদি অস্বাভাবিক গরম মনে হয়, সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন। ফোন অফ করুন। কভার পরানো থাকলে খুলে দিন। পাখার তলায় রাখুন।৪. ফোন চার্জের সময়ে কোনও শব্দ হলে সঙ্গে সঙ্গে সুইচ অফ করুন। দোকানে ফোন ও চার্জার দেখান।৫. ফোন চার্জ দিতে দিতে গরম হয়ে গেলে হালকাভাবে নেবেন না। প্রথমে চার্জ দেওয়া বন্ধ করে ফোন ঠান্ডা হতে দিন। এরপর ফোন সারানোর ব্যবস্থা করুন।৬. ফোন খারাপ হলে সংস্থার সার্ভিস সেন্টারেই সারাবেন। বিশেষত ব্যাটারি অন্য কোনও থার্ড পার্টির নৈব নৈব চ।