বর্তমানে অ্যাপেলের আইফোনের প্রতিদ্বন্দী বলে যদি কোনও স্মার্টফোন ব্র্যান্ড থাকে, তবে তা নিঃসন্দেহে OnePlus। উন্নত মানের ক্যামেরা, ভাল বিল্ড কোয়ালিটি ও ল্যাগ ফ্রি সুন্দর ইউজার ইন্টারফেসের জন্য বেশ জনপ্রিয় OnePlus-এর স্মার্টফোন।বৃহস্পতিবার ভারতে প্রকাশ্যে এল OnePlus Nord 2 5G। আরও একবার সাধ্যের মধ্যে OnePlus-এর আরেকটি ফোন।এক নজরে দেখে নিন OnePlus Nord 2 5G-র স্পেসিফিকেশান :RAM : 6 GB / 8GBInternal Memory : 128 GB/ 256 GBProcessor : MediaTek’s Dimensity 1200 AI চিপসেট। প্রসঙ্গত, এটিই Oneplus-এর প্রথম ফোন যাতে Qualcomm চিপসেট নেই।ব্যাটারি : 4500 mAh (65w ফাস্ট চার্জিং)ডিসপ্লে : 6.43-inch FHD+ AMOLEDরিয়ার ক্যামেরা : 50+48+2 MP (8k Video)ফ্রন্ট ক্যামেরা : 32 MPসফটওয়্যার : Android 11 ভিত্তিক OxygenOS 11.3OnePlus Nord 2 5G-র দাম (6GB,128 GB) : ২৭,৯৯৯ টাকাআগামী ২৬ জুলাই থেকে Amazon-এ বিক্রি শুরু।