ভারতে নতুন বাজেট স্মার্টওয়াচ লঞ্চ করল Noise। বাজারে এল নতুন Noise ColorFit Icon 2 । ভারতীয় অডিয়ো এবং ওয়্যারেবল সংস্থার এটিই লেটেস্ট স্মার্টওয়াচ।
স্মার্টওয়াচটিতে IP67-রেটিং আছে। ফুল চার্জে চার দিন ব্যবহার করা যাবে। সবচেয়ে বড় কথা, এই দামেই এতে ব্লুটুথ কলিং পেয়ে যাবেন।
ডিজাইন এবং ফিচার্স
- কালারফিট আইকন টু-তে ট্রেন্ডি চৌকো ডায়াল এবং কনট্রোলের জন্য ডানদিকে একটি গোল নব পাবেন।
- স্ক্রিন সাইজ ১.৮ ইঞ্চি(২৪০x২৪০ পিক্সেল)। LCD ডিসপ্লে, পিক ব্রাইটনেস ৫০০ নিট।
- একাধিক কাস্টমাইজেবল ওয়াচ ফেস পাবেন। ধুলো এবং জলের প্রোটেকশন রয়েছে। IP67 রেটিং আছে।
- ColorFit আইকন টু-তে ব্লুটুথ কলিং এবং AI ভয়েস অ্যাসিসটেন্ট সাপোর্ট পাবেন।
- একটি ২৬০ mAh ব্যাটারি রয়েছে। একবার ফুল চার্জ দিলে টানা চার দিন ব্যবহার করা যাবে।
- কুইক ডায়াল প্যাড, ফেভারিট কন্যাক্টস, ক্যামেরা এবং গান নিয়ন্ত্রণ এবং ইনবিল্ট গেমস রয়েছে।
- একটি হার্ট-রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার এবং ৬০টি স্পোর্টস মোড পাবেন।
রঙের অপশন
- জেট ব্ল্যাক
- সিলভার গ্রে
- ডিপ ওয়াইন
- রোজ পিঙ্ক
Noise ColorFit Icon 2 : দাম