ডাউনলোডের জন্য তৈরি Microsoft-এর জনপ্রিয় অপারেটিং সিস্টেমের নবতম ভার্সান Windows 11 । সবচেয়ে বড় বিষয় হল, বিনামূল্যেই পেয়ে যাবেন নতুন OS । ৫ অক্টোবর থেকে ডাউনলোডের তারিখ আগেই ঘোষণা করেছিল মাইক্রোসফট।
এর আগেই যাঁদের কম্পিউটারে Windows 10-এর অরিজিনাল OS আছে, তাঁরা বিনামূল্যেই সেটা আপগ্রেড করে নিতে পারবেন। ইতিমধ্যেই অনেকের আপডেট নোটিফিকেশন আসতে শুরু করেছে। বাকিদের টাকা দিয়ে কিনতে হবে। অবশ্য পরে ধীরে ধীরে ল্যাপটপ-কম্পিউটারে প্রি-ইনস্টলড থাকতে শুরু করবে।
এতদিনে অবশ্য অনেকেই Windows 11 Beta Version ডাইনলোড করে ব্যবহার শুরু করে দিয়েছিলেন।
কীভাবে আপগ্রেড করবেন বিনামূল্যে?
এমনিতেই নোটিফিকেশন আসবে। এছাড়া সেটিংস-এ গিয়ে Update & Security অপশনে যেতে পারেন। সেখানেই Download & Install বলে অপশন পাবেন।

তবে এভাবে সরাসরি আপগ্রেড ছাড়াও অন্য অপশন রয়েছে। উইন্ডোজ-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনও ইউএসবি ড্রাইভে ফ্রেশ কপি ডাউনলোড করে নিতে পারেন। আর চাইলে একটি ISO ফাইল ডাউনলোড করে সেটা DVD-তে বার্ন করেও রাখতে পারেন। সেক্ষেত্রে কখনও OS উড়ে যাওয়ার মতো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ফরম্যাট করে ইনস্টল করে নিতে পারবেন।
Windows 11-এর কিছু উল্লেখযোগ্য বিষয় (Top Windows 11 points/changes to note)
>>> Widget, Dock এগুলো দেখে Apple-এর Mac OS-এর কথা মনে পড়তে বাধ্য।
>>> Start Menu এখন টাস্কবারের মাঝখানে।
>>> অ্যান্ড্রয়েডে জনপ্রিয় এমন বিভিন্ন অ্যাপ যোগ করা হয়েছে।
>>> Mac-এর মতো ভার্চুয়াল ডেস্কটপ সাপোর্ট।