চলতি মাসেই শুরু হয়েছে বুস্টার ডোজের বুকিং। এদিকে সেটাই হয়ে উঠেছে প্রতারকদের অস্ত্র। বুস্টার ডোজ বুকিংয়ের নামে ফাঁদে ফেলা হচ্ছে সাধারণ মানুষকে।
ঠিক কী হচ্ছে?
প্রথমে হঠাত্ করে ফোনে কল বা এসএমএস আসছে। তাতে জিজ্ঞেস করা হচ্ছে, 'আপনার কি কোভিডের বুস্টার ডোজ লাগবে? যদি তার উত্তর হ্যাঁ হয়, তবে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।'
আরও পড়ুন : সস্তা হল Vivo Y72 5G, জেনে নিন নতুন দাম, স্পেসিফিকেশন
এই লিঙ্কটাই প্রতারণার ফাঁদ। নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই তা পৌঁছে যাবে ভুয়ো ওয়েবসাইটে। তারপর একটি মেসেজ আসবে ফোনে।
মেসেজে একটি ওটিপি থাকবে। প্রতারকরা এরপর ফোনে বলবে, 'আপনার বুস্টার ডোজ গ্রহণের স্লট বুকিংয়ের জন্য OTP-টা বলুন।'
সেই ওটিপি-টা বললেই হ্যাক হতে পারে আপনার অ্যাকাউন্ট। এ বিষয়ে সতর্ক করেছে কলকাতা পুলিশও। দেখুন সেই টুইট।
তাই অচেনা কোনও লিঙ্ক খুলতে আকর্ষিত করা হলেই বুঝবেন, 'ডাল মে কুছ কালা হ্যায়।' এই ধরনের মেসেজ পেলেই সঙ্গে সঙ্গে তা রিপোর্ট করুন।আরও পড়ুন : Omicron symptoms: জ্বর, কাশি, গলাব্যথা আছে? ওমিক্রনেই আক্রান্ত হয়েছেন কি না, বুঝবেন কীভাবে?