বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য সবুজ সংকেত পেলেন ভারতের কুস্তিগিররা। এর আগে এই প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ নিয়ে জটিলতা দেখা যায়। কিন্তু শুক্রবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কুস্তিগির এবং WFI-র আধিকারিকদের সাক্ষাৎকারের পর জটিলতা কাটে। কেন্দ্রের সরকারের পক্ষ থেকে এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে। ২৮ অক্টোবর থেকে আলবেনিয়ায় কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেখানে মোট ১২টি বিভাগে খেলা হওয়ার কথা। অলিম্পিক্সে নেই এমন বিভাগের খেলাগুলি অনুষ্ঠিত হবে সেখানে। কিন্তু সম্প্রতি অভিযোগ ওঠে, ক্রীড়া মন্ত্রক ভারতীয় কুস্তি সংস্থায় (WFI) নাক গলাচ্ছে।
এরপরেই ঘটনায় নতুন মোড় আসে। কয়েকজন কুস্তিগির এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শুক্রবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যের বাড়িতে দেখা করেন। এরপরেই মন্ত্রীর হস্তক্ষেপে পুরো ঘটনাটির সমাধান করা হয়। এই বিষয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলেন, ‘একদল কুস্তিগির আমার সঙ্গে দেখা করে এবং তাদের উদ্বেগের কথা আমাকে জানায়। আমি জানিয়ে দিয়েছিলাম যে কোর্টের ব্যাপারটি কোর্টে চলবে, তবে কুস্তিগিরদের অবশ্যই বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তাদের এই সুযোগ পাওয়া উচিত’।
ভারতীয় কুস্তি সংস্থার সভাপতির সঙ্গে সাক্ষাৎ করে ক্রীড়ামন্ত্রী সরকারের তরফে সব রকম সহযোগিতা করার আশ্বাস দেন এবং বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে দল পাঠানোর জন্য রাজি করান। এই বিষয়ে WFI-এর সভাপতি বলেন, ‘আমরা ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে দলের অংশগ্রহণের বিষয়টি পরিষ্কার করেছি। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, সাসপেনশন আদেশ পর্যালোচনা করা হবে। রবিবার সকালে ভারতীয় দল কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলার জন্য রওনা হবে’।
উল্লেখ্য, কিছু দিন আগেই ভারতীয় কুস্তি সংস্থা অনূর্ধ্ব-২৩ বিভাগের ট্রায়ালের দিনক্ষণ ঘোষণা করেছিল। মূলত এই বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্যই সেই ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই ট্রায়াল স্থগিত হয়ে যায়। কারণ, ট্রায়ালের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন আন্দোলনকারী কুস্তিগিররা। ভারতীয় কুস্তি সংস্থার তরফে জানা যায়, আন্দোলনকারী কুস্তিগির সাক্ষী মালিকের স্বামী সত্যব্রত কাদিয়ান আদালতে মামলা করেন। কোর্টে তিনি জানান, ভারতীয় কুস্তি সংস্থা নাকি কোর্টের নির্দেশের বিরোধিতা করেছে। WFI জানায়, সেই কারণে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দল পাঠাতে পারছে না তারা। বিশ্ব কুস্তি সংস্থাকেও বিষয়টি জানিয়ে দেওয়া হয় সেই সময়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।