শুক্রবার পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্টটির পঞ্চম দিনের খেলা টানটান উত্তেজনার ছিল। দুই দলেরই ম্যাচ জেতার বাস্তবসম্মত সুযোগ ছিল। পঞ্চম দিনে সরফরাজ আহমেদের দুর্দান্ত সেঞ্চুরি ম্যাচের রং বদলে দেয়। ৩১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অন্য প্রান্তে পাকিস্তানের একের পর এক উইকেট পড়তে থাকলেও, উইকেট আঁকড়ে পড়ে থেকে তাদের জেতার সুযোগ করে দিয়েছিলেন সরফরাজ।
১৭৬ বলে ১১৮ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। তবে পাকিস্তান ৯ উইকেট হারিয়ে পঞ্চম দিন ৩০৪ রান করে। সেখানেই দিনের খেলা শেষ হয়ে যায়। ম্যাচটি তাই ড্র হয়ে যায়। প্রসঙ্গত, আর ১৫ রান করতে পারলে ম্যাচটি জিতে যেত পাকিস্তান। অন্য দিকে ১ উইকেট ফেলতে পারলে জয় পেত নিউজিল্যান্ড। যার ফলে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টও ড্র হয়।
আরও পড়ুন: রোহিত শর্মা কি ভারতকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত? বড় প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিলেন কপিল
আসলে আলোয় কমে আসায় ৩ ওভার বাকি থাকতেই খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। এই তিন ওভার খেলা হলে হয়তো কিছু একটা ফলাফল হত দ্বিতীয় টেস্টের। এই টেস্ট ড্র হয়ে যাওয়ায়, দুই দলেরই আফসোস থেকে যাবে। আসলে দুই দলই এই টেস্টে জিততে পারত।
আরও পড়ুন: T20 WC-এ ব্যর্থতার পরেও ফের চেতন শর্মা প্রধান নির্বাচক, বাকিরা নতুন মুখ
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।