শুভব্রত মুখার্জি:- গত সপ্তাহের হতাশা কিছুটা হলেও কাটিয়ে উঠল ভারতীয় আর্চারি দল। মহিলা এবং পুরুষ দল গত সপ্তাহে আর্চারিতে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি। তাদের এবার নির্ভর করতে হবে ক্রমতালিকার ভিত্তিতে থাকা কোটার উপর নির্ভর করে প্যারিস গেমসে যেতে। তবে ভজন কৌরকে সেই সবের তোয়াক্কা না করলেও চলবে। তিনি সরাসরি প্যারিস অলিম্পিক গেমসের যোগ্যতা অর্জন করে নিয়েছেন। এ দিন আর্চারিতে ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছেন তিনি। আর এই সোনা জয়ের মধ্যে দিয়েই নিশ্চিত হয়েছে তাঁর প্যারিস গেমসে যাওয়া। প্যারিস গেমসে মহিলা আর্চারিতে ব্যক্তিগত বিভাগে কোয়ালিফাই করলেন তিনি।
আরও পড়ুন… CFL 2023-এর সর্বাধিক গোলদাতাকে তিন বছরের চুক্তিতে মহমেডান থেকে ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল
তুরস্কের অ্যান্টিলিয়াতে অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল অলিম্পিক কোয়ালিফায়ার। এই অলিম্পিক কোয়ালিফায়ারে মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ বিভাগে সোনা জিতেছেন ভজন কৌর। পরপর কয়েকটা দিনের হতাশা এদিন কিছুটা হলেও কাটিয়ে দিলেন ভজন কৌর। রবিবার দুরন্ত ফর্মে ছিলেন ভজন। বেশ কয়েকটি দশে দশে স্কোর করেন তিনি। আর তা করার মধ্যে দিয়েই নিজের সোনা জয় নিশ্চিত করেছেন তিনি। অলিম্পিক গেমসের জন্য ব্যক্তিগত বিভাগে মোট আটটি কোটা জয়ের সুযোগ ছিল। যার মধ্যে প্রতিটি দেশ পেত একটি করে কোটা। সেখানেই ভারতের হয়ে একটি কোটা স্পট নিশ্চিত করেন ভজন।
আরও পড়ুন… T20 WC 2024 থেকে ছিটকে যাওয়ার পরে দেশে ফিরছেন না বাবর আজম ও পাকিস্তান দলের পাঁচ ক্রিকেটার
ভারতের অপর প্রতিযোগী অঙ্কিতা ভকত ও এদিন ভজনের আগেই কোয়ার্টার ফাইনালে পৌঁছান।এরপর কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত হয় ভজনের।তবে অঙ্কিতা কোয়ার্টার ফাইনালে হেরেই ছিটকে যান। হরিয়ানার ১৮ বছর বয়সী কন্যা এদিন ভারতের হয়ে একটি কোটা স্পট নিশ্চিত করেন। ফাইনালে তিনি মুখোমুখি হয়েছিলেন শীর্ষ বাছাই মোবিনা ফারাহর। ইরানের এই প্রতিযোগীকে তিনি হারিয়ে দেন ৬-২ ফলে। খেলার ফল ভারতীয় আর্চারের পক্ষে ২৮-২৬,২৯-২৯,২৯-২৬,২৯-২৯। ঘটনাচক্রে হাংঝাউ এশিয়ান গেমসের মেয়েদের রিকার্ভ বিভাগের দলগত ইভেন্টে ভারতীয় দল সোনা জিতেছিল।সেই দলের সদস্য ছিলেন এই ভজন কৌর,অঙ্কিতা ভকতরা। প্যারিস গেমসে এটি ভারতের দ্বিতীয় কোটা স্পট। দীর্ঘদিন বাদে ফের কোটা স্পট জিতল ভারত। এর আগে সরাসরি কোটা স্পট জিতেছিলেন ধীরাজ বোম্মাদেভারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।