
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ন্ত যাদব যেন ভারতের লাকি চার্ম। তিনি দলে থাকা মানেই কিউয়িদের নাস্তানাবুদ করে ভারত। এই যেমন মুম্বই টেস্টে প্রথম একাদশে রয়েছেন জয়ন্ত। আর নিউজিল্যান্ড মাত্র ৬২ রানেই অল আউট হয়ে গিয়েছে। এমন ঘটনা কিন্তু নতুন নয়।
২০১৬ সালে ভাইজ্যাকে একদিনের ক্রিকেট ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন জয়ন্ত যাদব। সেই ম্যাচেও ৭৯ রানে অল আউট হয়ে গিয়েছিল কিউয়িরা।
আজাজ প্যাটেল ধামাকার পর মুম্বই টেস্টে ভারতীয় বোলাররা যেন ওয়াংখেড়েতে আগুন ঝরালেন। রবিচন্দ্রন অশ্বিন-মহম্মদ সিরাজদের ঝড়ে খড়কুটোর মতোই উড়ে যায় নিউজিল্যান্ড।
ভারত প্রথম ইনিংসে ৩২৫ রানে অল আউট হয়ে গিয়েছিল। ১০ উইকেটই তুলে নেন আজাজ প্যাটেল। এরপর ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। কাইল জেমিসন সর্বোচ্চ ১৭ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান টম লাথামের। তাঁর সংগ্রহ ১০ রান। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। রবিচন্দ্রন অশ্বিন ৪ উইকেট নিয়েছেন। মহম্মদ সিরাজ নিয়েছেন ৩ উইকেট। অক্ষর প্যাটেল এবং জয়ন্ত যাদব নিয়েছেন যথাক্রমে দু'টি এবং একটি উইকেট। নিটফল হিসেবে প্রথম ইনিংসে ২৬৩ রানের লিড পেয়েছে বিরাট কোহলির টিম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports