
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিস্ফোরক বললেও কম বলা হয়। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের এমন চাঁচাছোলা ভাষায় সমালোচনা করতে খুব কম পাকিস্তানিকেই দেখা গিয়েছে। প্রাক্তন পাক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ পিসিবির কাজকর্ম দেখে এতটাই ক্ষুব্ধ যে, ইমরান বিদেশিদের স্বার্থে কাজ কাজ করছেন বলে অভিযোগ করে বসেন।
আসলে মিয়াঁদাদ ক্ষুব্ধ পাকস্তান ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম খানের নিয়োগে, যিনি একজন পাক বংশোদ্ভূত ইংল্যান্ডের নাগরিক। তিনি ক্রিকেটও খেলেছেন ইংল্যান্ডে। ইমরানের নির্দেশেই এই মুহূর্তে পরিচালিত হচ্ছে পিসিবি। সুতরাং, তাঁর কথা মতোই পাক বোর্ডের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে ওয়াসিমকে।
একজন বিদেশিকে দেশের ক্রিকেট বোর্ডের এমন গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় মিয়াঁদাদ মন্তব্য করেন, পাক প্রধানমন্ত্রী ইমরান নিজেকে ঈশ্বর ভেবে বসেছেন। জাভেদ আরও বলেন যে, ইমরান ভাবছেন পাকিস্তানে তিনি একাই বিচক্ষণ ব্যক্তি। যেন আর কোনও পাকিস্তানিই অক্সফোর্ড-কেমব্রিজে পড়াশোনা করেননি।
নিজের ইউটিউব চ্যানেলে মিয়াঁদাদ বলেন, ‘পিসিবির কোনও কর্তাই সমর্থনের এবিসি জানে না। যেরকম হতাশাজনকভাবে পাকিস্তান ক্রিকেট পরিচালিত হচ্ছে, তা নিয়ে আমি ব্যক্তিগতভাবে ইমরান খানের সঙ্গে কথা বলব। দেশের জন্য ঠিক মনে না হলে, আমি কাউকে ছেড়ে কথা বলব না।’
ইমরানকে উদ্দেশ্য করে মিয়াঁদাদ বলেন, ‘তুমি একজন বিদেশিকে এমন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিলে। যদি ও দুর্নীতিতে জড়িয়ে দেশে পালিয়ে যায়, তখন কী হবে? পাকিস্তানে কি লোক কম পড়েছিল যে, বিদেশ থেকে লোক আনতে হচ্ছে ক্রিকেট বোর্ড চালানোর জন্য?’
শেষে মিয়াঁদাদের বিস্ফোরণ, ‘আমি তোমার ক্যাপ্টেন ছিলাম। তুমি আমার নয়। আমি রাজনীতিতে আসব এবং তখন তোমার সঙ্গে কথা হবে। আমি সবসময় তোমাকে নেতৃত্ব দিয়েছি। এখন তুমি নিজেকে ঈশ্বর মনে করছ। যেন পাকিস্তানে তুমি একাই বিচক্ষণ আর কেউ অক্সফোর্ড-কেমব্রিজে যায়নি। দেশের জন্য তোমার কিচ্ছু যায় আসে না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports