পাঁচ বছর আগে যেখানে আঙুল ভেঙেছিল, চোট সারিয়ে ১১ মাস পরে সেই দেশেই ভারতীয় দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। রিপোর্ট অনুযায়ী, আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন ভারতের তারকা পেসার। যে সিরিজ শুরু হবে আগামী ১৮ অগস্ট থেকে। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ যথাক্রমে ২০ অগস্ট এবং ২৩ অগস্ট হবে। তবে সেই দলে বুমরাহ থাকবেন কিনা, সে বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহে আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণার সময় সরকারিভাবে বুমরাহের প্রত্যাবর্তনের বিষয়ে মুখ খুলবে বোর্ড। ভারতীয় দলে বুমরাহের প্রত্যাবর্তন নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন অধিনায়ক রোহিত শর্মাও।
আরও পড়ুন: বুমরাহ আয়ারল্যান্ডে যাবে কিনা নিশ্চিত নই- NCA-র সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও স্বীকারোক্তি রোহিত
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচের আগে রোহিত বলেন, ‘ওর (বুমরাহ) প্রচুর অভিজ্ঞতা আছে। আমাদের জন্য সেই অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। চোটের জন্য দীর্ঘদিন মাঠে ফেরার বিষয়টা সহজ নয়। আমি জানি না যে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ও খেলবে কিনা। কিন্তু (৫০ ওভারের) বিশ্বকাপের আগে ওকে যত বেশি সম্ভব ম্যাচে খেলার সুযোগ দেব আমরা। এত গুরুতর চোট পাওয়ার পর যখন মাঠে ফেরে খেলোয়াড়রা, তখন বেশি ম্যাচ প্র্যাকটিস থাকে না। ম্যাচ ফিটনেস থাকে না। তাই যত ও খেলবে, তত ওরই ভালো হবে। দলেরও ভালো হবে। আমরা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। ওকে দেখে এখন ভালো মনে হচ্ছে।’
আরও পড়ুন: ভারত বিশ্বকাপে ফেভারিট হলেও, প্রত্যাশার চাপ সামলানো সহজ হবে না- সাফ দাবি কপিলের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।