'দু'জন তরুণ ক্রিকেটারের সঙ্গে কথা বললাম, তবে এরা দু'জন আমার থেকে অনেক বেশি পরিণত।' বক্তা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিক। দুই তরুণ ক্রিকেটারের নাম অনুমান করতে অসুবিধা হওয়ার কথা নয়। কেকেআরের নতুন পেস জুটি শিবম মাভি ও কমলেশ নাগারকোটি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কঠিন ম্যাচে নাইট রাইডার্সকে দাপুটে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মাভি ও নাগারকোটি। ম্যাচের শেষে ক্যাপ্টেন নিজে দুই তরুণ তুর্কির সাক্ষাৎকার নিলেন ব্রডকাস্টারদের হয়ে।
কেকেআরের নতুন পেস জুটি হিসেবে আত্মপ্রকাশ করলেও শিবম মাভি ও কমলেশ নাগারকোটির জুটি ভারতীয় ক্রিকেটে নতুন নয়। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সেরা দুই পেসার ছিলেন মাভি ও নাগারকোটি। সেই দলের সদস্য ছিলেন শুভমন গিলও। গিল ও মাভি আগেই কেকেআরের জার্সিতে আত্মপ্রকাশ করলেও চোটের জন্য গত দু'বছর মাঠে নামতে পারেননি নাগারকোটি। তা সত্ত্বেও নাইট রাইডার্স তাঁকে দল থেকে ছেঁটে ফেলেনি। অবশেষে চলতি মরশুমে কেকেআরের জার্সিতে আইপিএল অভিষেক হয় কমলেশের। ফলে ভারতীয় ক্রিকেটে পুনরায় দেখা যায় মাভি-নাগারকোটির পেস জুটিকে।
(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
নিছক ক্রিকেটীয় আলোচনা থেকে তারকা ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার অভিজ্ঞতা, সর্বোপরি টিম মালিক শাহরুখ খানকে নিয়ে নিজেদের মতামত জানিলেন মাভি ও নাগারকোটি। নাইট ফ্র্যাঞ্চাইজির সমর্থন প্রসঙ্গে মাভি বলেন, 'আমরা দু'জনেই (মাভি ও নাগারকোটি) যখন চোট পেয়েছিলাম, এসআরকে ও বেঙ্কি স্যার আমাদের উপর বিশ্বাস রেখেছিলেন। আমাদের সবসময় সমর্থন করেছেন। খেলার সময় মাঠে এসেও উৎসাহিত করেন। সবমিলিয়ে দারুণ লাগে।'
এসআরকে প্রসঙ্গে নাগারকোটি বলেন, 'আমি চোটের জন্য দু'বছর মাঠের বাইরে ছিলাম। এসআরকে সবসময় আমার পাশে থেকেছেন। আমার যখন যা প্রয়োজন পড়েছে, দিয়েছেন। এসআরকে মাঠে এলে অসাধারণ অনভূতি হয়। ক্রিকেটারদের খুবই ভালোবাসেন উনি।'
নাগারকোটিকে অবশ্য দলের মধ্যে একটা সমস্যার মুখোমুখি হতে হয়, যেটা লক্ষ্য করেছেন তাঁর অধিনায়কও। ব্রেন্ডন ম্যাকালাম ও ইয়ন মর্গ্যান, এই দু'জনের ইংরাজি বোঝা সত্যিই কঠিন। ওঁদের উচ্চারণের জন্য কথা বুঝতে অসুবিধা হয় কিনা কমলেশের কাছ থেকে তা জানতে চান ডিকে। উত্তরে নাগারকোটি বলেন, 'বুঝতে একটু অসুবিধা হয় বটে। তবে কাজ চালিয়ে নেওয়া যায়। যেটা বুঝতে পারি না, পুনরায় জিজ্ঞাসা করি কী বললেন।'
শেষে কার্তিক দুই তরুণ ক্রিকেটারকে একটি মজাদার প্রশ্ন করেন। জানতে চান যে, তাঁদের কী মনে হয়, শাহরুখ খানের সিনেমায় অভিনয় করার সুযোগ পাওয়া যাবে? মাভি ও নাগারকোটি হেসে জবাব দেন, কেন নয়। চেষ্টা করে দেখা যাক, যদি পাওয়া যায়।'
দেখুন ভিডিও:
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।