আইপিএল অভিযান শুরুর ঠিক আগে দুঃসংবাদ দিল্লি ক্যাপিটালস শিবিরে। অনুশীলনে চোট পেলেন দলের অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা।
রবিবারই আইপিএল ২০২০-র প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে দিল্লি। দুবাইয়ে ক্যাপিটালসের প্রতিপক্ষ কিংস ইলেভেন পঞ্জাব। প্রথম ম্যাচের প্রস্তুতির সময়েই টিম ইন্ডিয়ার তারকা পেসার পিঠে চোট পেয়েছেন বলে ক্রিকবাজের খবর। চোটের গুরুত্ব অনুযায়ী অশঙ্কা করা হচ্ছে যে, বেশি কিছুদিনের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন ইশান্ত। অন্তত, দিল্লির প্রথম ম্যাচে ঘোর অনিশ্চিত তারকা পেসারের মাঠে নামা।
(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
৩২ বছর বয়সী অভিজ্ঞ পেসার খুব বেশিদিন হয়নি চোট সারিয়ে উঠেছেন। গত জানুয়ারিতে গোড়ালিতে চোট পেয়েছিলেন ইশান্ত। এক মাস পরে নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজের সময় পুনরায় সেই গোড়ালিতেই চোট পেয়ে মাঠের বাইরে চলে যান তিনি।
এনসিএতে বেশ কিছুদিন রিহ্যাবে ছিলেন দিল্লির পেসার। আপাতত আইপিএলে মাঠে নামার উদ্যোগ নিচ্ছিলেন তিনি। যদিও টুর্নামেন্ট শুরুর আগেই অনিশ্চিত হয়ে পড়লেন ইশান্ত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।