রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ইংল্যান্ডে হঠাৎ করেই থমকে যায় খেলাধুলোর আসর। সাময়িকভাবে স্থগিত রাখা হয় ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওভাল টেস্ট। যদিও শোকের আবহেই ওদেশে পুনরায় শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। শনিবারই ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ খেলতে নামছেন হরমনপ্রীত কউররা।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চেস্টার লে স্ট্রিটে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ আয়োজিত হলেও তা নিতান্ত অনাড়ম্বরে অনুষ্ঠিত হবে। মাঠে বাণিজ্যিক স্বার্থে দর্শকদের কোনও মনোরঞ্জনের ব্যবস্থা থাকছে না। এমনকি ভারতীয় ক্রিকেট দলকে সাজঘরে গান বাজানো যাবে না বলেও নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর। এও শোনা যাচ্ছে যে, ম্যাচের সময় বিসিসিআইয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে।
যদিও ক্রিকেটারদের সেলিব্রেশনে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। সুতরাং, পঞ্চাশ বা একশো রান করে অথবা উইকেট নেওয়ার পরে ক্রিকেটাররা উচ্ছ্বাস প্রকাশ করতে পারবেন, এমনটাই খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
টি-২০ সিরিজের বাকি ২টি ম্যাচ কবে কোথায় খেলা হবে:
ভারত-ইংল্যান্ড মেয়েদের সিরিজে দ্বিতীয় টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) ডার্বি কাউন্টি গ্রাউন্ডে। তৃতীয় ম্যাচ খেলা হবে ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে।
ওয়ান ডে সিরিজের ম্যাচগুলি কবে কোথায় খেলা হবে:
টি-২০ সিরিজের পরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবেন হরমনপ্রীতরা। ১৮ সেপ্টেম্বর (রবিবার) সিরিজের প্রথম ওয়ান ডে খেলা হবে হোভে। ২১ সেপ্টেম্বর (বুধবার) ক্যান্টারবেরিতে খেলা হবে দ্বিতীয় ওয়ান ডে। ২৪ সেপ্টেম্বর (শনিবার) ঐতিহাসিক লর্ডসে খেলা হবে সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।