
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অলিম্পিক্স শুরু হতে খুব বেশি দিন বাকি নেই। হাতে রয়েছে আর মাস খানেক মতো। তার আগে প্রস্তুতি নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করলেন জ্যাভলিন কোচ উয়ে হন। এর জন্য তিনি কাঠগড়ায় তুললেন স্পোর্টস অথারিটি অব ইন্ডিয়া (সাই) এবং ভারতের অ্যাথলেটিক ফেডারেশনকে (এএফআই)। একটা সময়ে জ্যাভলিনে বিশ্বরেকর্ড করেছিলেন অলিম্পিক্সে সোনজয়ী হন।
একটি সাক্ষাৎকারে হন সরাসরি সাই এবং এএফআই-কে তোপ দেগে বলেছেন, ‘অনেক কিছু বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে এ দেশে এসেছিলাম। কিন্তু সাই বা এএফআই-এর কর্মীরা থাকলে সেটা করা কোনও ভাবেই সম্ভব নয়। সত্যি বুঝতে পারি না, ওরা কাজটা জানে না, নাকি করতেই চায় না। খেলোয়াড়দের পুষ্টির জন্য যে ধরনের খাবার প্রয়োজন, সেটাও দেওয়া হয় না। অলিম্পিক্সে যদি কোনও স্থান পেতে পারি আমি তাতেই খুশি।’
প্রায় সাড়ে তিন বছর এই দেশে রয়েছেন হন। তাই এখানকার গতিপ্রকৃতি সম্পর্কে সবটাই ভাল ভাবে বুঝে গিয়েছেন। এমনকী তাঁর চুক্তি নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছেন হন। তিনি দাবি করেছেন, ‘এপ্রিলের শুরুতে কার্যত ব্ল্যাকমেল করে আমাকে সই করানো হয়েছিল। সই না করলে, আমার প্রাপ্য টাকা পেতাম না। পরে আমাদের কাজ দেখে পরে মাইনে বাড়াবে বলা হয়েছিল। তবে সেটা যে আদপে হবে না বুঝেই গিয়েছি। ভারতীয় অ্যাথলিটদের সাহায্য করতে আসা প্রশিক্ষকদের সঙ্গে এই রকম ব্যবহার, সত্যি আশা করা যায় না।’
ভারতের জ্যাভলিন তারকা নীরজ চোপড়ার এশিয়ান গেমসে সোনা জেতার পিছনে বিশাল বড় ভূমিকা রয়েছে হনের। এখন নীরজ ইউরোপে গিয়ে অনুশীলন করছেন, তার জন্য একটি বেসরকারি সংস্থাকে কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতে কোচিং করতে আসা জার্মানির তারকা হন। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, আমি জানি না, নীরজ কী ভাবে ইউরোপে গেল। তবে আমার মনে হয়, সাই বা এএফআই কিছু করেনি এর জন্য কিছুই করেনি। যে বেসরকারি সংস্থা ওর সঙ্গে যুক্ত, তারাই কিছু করেছে। সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। এ দেশের অ্যাথলিটদের উপর সে ভাবে নজরই দেওয় হয় না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports