বাংলা নিউজ > ময়দান > IND vs IRE: ২২৫ রান তুলেও জিততে দম বেরিয়ে গেল ভারতের, শেষ ওভারে মান রাখলেন উমরান
IND vs IRE: ২২৫ রান তুলেও জিততে দম বেরিয়ে গেল ভারতের, শেষ ওভারে মান রাখলেন উমরান
8 মিনিটে পড়ুন Updated: 29 Jun 2022, 01:10 AM ISTAbhisake Koley
ব্যর্থ হল না হুডার সেঞ্চুরি, আয়ারল্যান্ডের বিরুদ্ধে হারতে হারতে জিত টিম ইন্ডিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট উমরানের। ছবি- বিসিসিআই।
আয়ারল্যান্ডকে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে হারিয়ে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি অধ্যায় শুরু করেন হার্দিক পান্ডিয়া। এবার দ্বিতীয় টি-২০ ম্যাচে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে ২ ম্যাচের সিরিজে আইরিশদের হোয়াইটওয়াশ করল ভারত। নেতা হিসেবে প্রথম সিরিজেই ভারতকে একশো শতাংশ সাফল্য এনে দিলেন পান্ডিয়া।
29 Jun 2022, 01:10 AM IST
সিরিজের সেরা হুডা
২ ম্যাচে ১৫১ রান সংগ্রহ করে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতে নেন দীপক হুডা।
29 Jun 2022, 01:07 AM IST
ম্যাচের সেরা হুডা
৯টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫৭ বলে ১০৪ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন দীপক হুডা।
29 Jun 2022, 12:43 AM IST
৪ রানে জয়ী ভারত
শেষ ওভারের প্রথম বলে কোনও রান দেননি উমরান। দ্বিতীয় বল করতে এসে নো বল করেন তিনি। পুনরায় দ্বিতীয় বল করলে ফ্রি-হিটে ৪ মারেন মার্ক। তৃতীয় বলে ফের চার মারেন আডায়ার। চতুর্থ বলে ১ রান ওঠে। পঞ্চম বলে বাই-রান হিসেবে ১ রান যোগ হয় আয়ারল্যান্ডের খাতায়। শেষ বলে দরকার ছিল ৬ রান। তবে ১ রানের বেশি সংগ্রহ করতে পারেননি মার্ক। ভারত ৪ রানের সংক্ষিপ্ত ব্যাবধানে ম্য়াচ জেতে। ডকরেল ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ২৩ রান করে নট-আউট থাকেন মার্ক। উমরান ৪ ওভারে ৪২ রানের বিনিময়ে ১ উইকেট নেন। ভারতের ৭ উইকেটে ২২৫ রানের জবাবে আয়ারল্যান্ড থেমে যায় ৫ উইকেটে ২২১ রানে।
29 Jun 2022, 12:36 AM IST
শেষ ওভারে ১৭ রান দরকার আয়ারল্যান্ডের
জয়ের জন্য শেষ ওভারে ১৭ রান দরকার আয়ারল্যান্ডের। তারা ১৯ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০৯ রান তুলেছে। হার্ষাল ৪ ওভারে ৫৪ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন।
29 Jun 2022, 12:29 AM IST
টেকটরকে ফেরালেন ভুবি
১৭.১ ওভারে ভুবির বলে হুডার হাতে ধরা পড়েন হ্যারি টেকটর। ৫টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ৩৯ রান করেন তিনি। আয়ারল্যান্ড ১৮৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্ক আডায়ার। ১৮ ওভারে আয়ারল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৯৫। জয়ের জন্য ১২ বলে ৩১ রান দরকার তাদের। ডকরেল ১৩ বলে ৩৩ রান করেছেন। ভুবনেশ্বর ৪ ওভারে ৪৬ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
29 Jun 2022, 12:25 AM IST
৩ ওভারে আয়ারল্যান্ডের দরকার ৩৮ রান
জয়ের জন্য শেষ ৩ ওভারে আয়ারল্যান্ডের দরকার ৩৮ রান। তারা ১৭ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮৮ রান তুলেছে। টেকটর ৩৯ ও ডকরেল ২৮ রানে ব্যাট করছেন।
29 Jun 2022, 12:18 AM IST
৪ ওভারে আয়ারল্যান্ডের দরকার ৫২ রান
জয়ের জন্য শেষ ৪ ওভারে আয়ারল্যান্ডের দরকার ৫২ রান। তারা ১৬ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৪ রান তুলেছে। টেকটর ৩৮ রানে ব্যাট করছেন।
29 Jun 2022, 12:12 AM IST
বিষ্ণোই ৪ ওভারে ৪১ রানে ১ উইকেট নেন
১৫তম ওভারে রবি বিষ্ণোই ১৭ রান খরচ করেন। ডকরেল ২টি চার ও ১টি ছক্কা মারেন। ১৫ ওভারে আয়ারল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১৬৪ রান। ৩০ বলে ৬২ রান দরকার তাদের। ষ্ণোই ৪ ওভারে ৪১ রানে ১ উইকেট নেন।
29 Jun 2022, 12:09 AM IST
প্রথম উইকেট উমরানের
১৩.৪ ওভারে উমরানের বলে পরিবর্ত ফিল্ডার চাহালের হাতে ধরা পড়েন লরকান টাকার। ৯ বলে ৫ রান করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই উমরানের প্রথম উইকেট। আয়ারল্যান্ড ১৪২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জর্জ ডকরেল। ১৪ ওভারে আয়ারল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১৪৭।
29 Jun 2022, 12:00 AM IST
৭ ওভারে আয়ারল্যান্ডের দরকার ৯১ রান
১৩ ওভার শেষে আয়ারল্যান্ড ৩ উইকেটের বিনিময়ে ১৩৫ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য শেষ ৭ ওভারে তাদের দরকার ৯১ রান। ১৯ রানে ব্যাট করছেন টেকটর।
28 Jun 2022, 11:53 PM IST
বলবির্নি আউট
১০.৩ ওভারে হার্ষাল প্যাটেলের বলে রবি বিষ্ণোইয়ের হাতে ধরা পড়েন বলবির্নি। ৩টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৬০ রান করেন তিনি। আয়ারল্যান্ড ১১৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে আসেন লরকান টাকার। ১১ ওভারে আয়ারল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১১৯।
28 Jun 2022, 11:45 PM IST
হাফ-সেঞ্চুরি বনবির্নির
২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন বলবির্নি। অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভারে আয়ারল্যান্ডের স্কোর ২ উইকেটে ১০৭ রান।
28 Jun 2022, 11:43 PM IST
১০০ ছুঁল আয়ারল্যান্ড
৯ ওভারে ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলল আয়ারল্যান্ড। তাদের স্কোর ২ উইকেটে ১০০। উমরান মালিক ২ ওভারে ২০ রান খরচ করেন। বলবির্নি ৪৪ রানে ব্যাট করছেন। কোনও উইকেট পাননি।
28 Jun 2022, 11:30 PM IST
রান-আউট ডেলানি
৬.৩ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন ডেলানি। ৪ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। আয়ারল্যান্ড ৭৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট হাতে মাঠে আসেন হ্যারি টেকটর। ৭ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৭৯ রান। ৩১ রানে ব্যাট করছেন অ্যান্ডি।
28 Jun 2022, 11:25 PM IST
থামল স্টার্লিং ঝড়
৫.৪ ওভারে রবি বিষ্ণোইয়ের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন পল স্টার্লিং। সাজঘরে ফেরার আগে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৪০ রান করেন তিনি। আয়ারল্যান্ড ৭২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে আসেন গ্যারেথ ডেলানি। পাওয়ার প্লের ৬ ওভারে আয়ারল্যান্ড ১ উইকেটে ৭৩ রান সংগ্রহ করেছে। বলবির্নি ২৫ রানে ব্যাট করছেন।
28 Jun 2022, 11:13 PM IST
৫০ ছুঁল আয়ারল্যান্ড
৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে আয়ারল্যান্ড ৫০ রান সংগ্রহ করেছে। স্টার্লিং ১৩ বলে ৩৩ রান করেছেন।
28 Jun 2022, 11:06 PM IST
খরুচে বোলিং ভুবির
ভুবনেশ্বর কুমার ২ ওভারে ২৯ রান খরচ করেন। ৩ ওভার শেষে আয়ারল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ৩৭ রান তুলেছে। স্টার্লিং ১০ বলে ২৯ রান করেছেন।
28 Jun 2022, 10:56 PM IST
আয়ারল্যান্ডের রান তাড়া করা শুরু
আয়ারল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন স্টার্লিং ও বলবির্নি। বোলিং শুরু করেন ভুবনেশ্বর। তৃতীয় বলে ছক্কা মেরে খাতা খোলেন স্টার্লিং। পরের তিনটি বলে পরপর তিনটি চার মারেন তিনি। আয়ারল্যান্ড প্রথম ওভারে ১৮ রান তোলে।
28 Jun 2022, 10:41 PM IST
ভারত ২০ ওভারে ৭ উইকেটে ২২৫
ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২২৫ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। সুতরাং জয়ের জন্য আয়ারল্যান্ডের দরকার ২২৬ রান। ২টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। ১ বলে ১ রান করেন ভুবি।
28 Jun 2022, 10:39 PM IST
হার্ষাল আউট
১৯.৫ ওভারে মার্কের বলে বোল্ড হন হার্ষাল প্যাটেল। তিনিও গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন। ভারত ২২৬ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ভুবনেশ্বর।
28 Jun 2022, 10:37 PM IST
অক্ষর প্যাটেল আউট
পরপর ২ বলে ২ উইকেট হারায় ভারত। ১৮.৬ ইয়ংয়ের বলে ডকরেলের হাতে ধরা পড়েন প্যাটেল। তিনিও খাতা খুলতে পারেননি। ভারত ২১৭ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্ষাল প্যাটেল।
28 Jun 2022, 10:35 PM IST
দীনেশ কার্তিক আউট
১৮.৫ ওভারে ইয়ংয়ের বলে টাকারের দস্তানায় ধরা পড়েন দীনেশ কার্তিক। খাতা খুলতে পারেননি তিনি। ভারত ২১৭ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল।
28 Jun 2022, 10:30 PM IST
হুডা আউট
১৭.৬ ওভারে লিটলের বলে ম্যাকব্রায়ানের হাতে ধরা পড়েন হুডা। তিনি ৯টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫৭ বলে ১০৪ রান করেন। ভারত ২১২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক।
28 Jun 2022, 10:25 PM IST
সূর্যকুমার আউট
১৭.৩ ওভারে লিটলের বলে টাকারের দস্তানায় ধরা পড়েন সূর্যকুমার। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫ বলে ১৫ রান করেন তিনি। ভারত ২০৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া।
28 Jun 2022, 10:22 PM IST
দুরন্ত শতরান হুডার
৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ব্যাক্তিগত শতরান পূর্ণ করেন দীপক হুডা। চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি করেন তিনি।
28 Jun 2022, 10:18 PM IST
স্যামসন আউট
১৬.২ ওভারে মার্কের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন স্যামসন। ৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৭৭ রান করে মাঠ ছাড়েন সঞ্জু। ভারত ১৮৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি ওভারের পঞ্চম বলে ছক্কা ও শেষ বলে চার মারেন। ১৭ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ২০১ রান। হুডা ৯৯ ও সূর্যকুমার ১১ রানে ব্যাট করছেন।
28 Jun 2022, 10:12 PM IST
স্যামসন-হুডার সাঁড়াশি আক্রমণ জারি
১৫তম ওভারে ডেলানির বলে জোড়া ছক্কা হাঁকান স্যামসন। ওভারে ১টি বাই-চার আসে। মোট ১৯ রান ওঠে ওভারে। ১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৭৭ রান। ৪৯ বলে ৯৪ রান করেছেন হুডা। ৩৮ বলে ৬৯ রান করেছেন স্যামসন।
28 Jun 2022, 10:08 PM IST
দেড়শো টপকাল ভারত
১৪ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ১৫৮ রান। ১৪ তম ওভারে অলফার্টের বলে ২০ রান ওঠে। ১টডি ছয় ও ১টি চার মারেন হুডা। ১টি চার মারেন স্যামসন। হুডা ৯২ ও স্যামসন ৫৬ রানে ব্যাট করছেন।
28 Jun 2022, 09:59 PM IST
হাফ-সেঞ্চুরি স্যামসনের
৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সঞ্জু স্যামসন। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৩৮ রান। হুডা ৮০ ও স্যামসন ৫১ রানে ব্যাট করছেন।
28 Jun 2022, 09:57 PM IST
থামানো যাচ্ছে না হুডাকে
১২তম ওভারে অলফার্টের বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন হুডা। ওভারে মোট ১৯ রান ওঠে। ভারত ১২ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১২৯ রান সংগ্রহ করেছে। হুডা ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৭৬ রান করেছেন।
28 Jun 2022, 09:51 PM IST
১০০ টপকাল ভারত
১১ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১১০। লিটলের বলে ২টি চার মারেন হুডা। ১টি চার মারেন সঞ্জু। ওভারে মোট ১৩ রান ওঠে। হুডা ৩২ বলে ৫৯ রান করেছেন। স্যামসন ৩০ বলে ৪৬ রানে ব্য়াট করছেন।
28 Jun 2022, 09:46 PM IST
হাফ-সেঞ্চুরি হুডার
৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন দীপক হুডা। ভারত ১০ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ৯৭ রান তুলেছে। নবম ওভারে ডেলানির বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন স্যামসন। দশম ওভারে ম্যাকব্রায়ানের বলে ২টি ছক্কা মারেন হুডা। দীপক ৫০ ও স্যামসন ৪২ রানে ব্যাট করছেন।
28 Jun 2022, 09:38 PM IST
৮ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৬৬
৮ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৬৬ রান। অষ্টম ওভারের শেষ বলে হুডার ক্যাচ ছাড়েন স্টার্লিং। হুডা ২১ বলে ৩৪ রান করেছেন। ২৩ বলে ২৮ রান করেছেন স্যামসন। ৫টি চার মেরেছেন স্যামসন। হুডা ৩টি চার ও ২টি ছক্কা মেরেছেন।
28 Jun 2022, 09:31 PM IST
৫০ টপকাল ভারত
ষষ্ঠ ওভারে ক্রেগ ইয়ংসের বলে ১টি ছক্কা মারেন হুডা। ২টি চার মারেন স্যানসন। ভারত পাওয়ার প্লে-র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করেছে। ১৫ বলে ২৬ রান করেছেন হুডা। ১৭ বলে ২৪ রান করে অপরাজিত রয়েছেন স্যামসন।
28 Jun 2022, 09:28 PM IST
নাটকীয় ওভার লিটলের
পঞ্চম ওভারে জোস লিটলের দ্বিতীয় বলে চার মারেন হুডা। তৃতীয় বলে রিভিউ নিয়ে বেঁচে যান দীপক। চতুর্থ বলে ফের চার মারেন তিনি। ওভারে মোট ৯ রান ওঠে। ৫ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৩৯ রান। হুডা ১৩ বলে ১৯ রান করেছেন। ১৩ বলে ১৬ রান করেছেন স্যামসন।
28 Jun 2022, 09:12 PM IST
ইশান কিষাণ আউট
২.১ ওভারে মার্কের বলে টাকারের দস্তানায় ধরা পড়েন ইশান কিষাণ। ৫ বলে ৩ রান করেন তিনি। ভারত ১৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে আসেন দীপক হুডা। তিনি ওভারের শেষ বলে ছক্কা মারেন। ভারত ৩ ওভারে ১ উইকেটের বিনিময়ে ২১ রান সংগ্রহ করেছে।
28 Jun 2022, 09:02 PM IST
ম্যাচ শুরু
ইশানকে সঙ্গী করে ভারতের হয়ে ওপেন করতে নামেন সঞ্জু স্যামসন। মার্কের প্রথম বলেই চার মেরে খাতা খোলেন তিনি। প্রথম ওভারে ভারত ৮ রান সংগ্রহ করে। স্যামসন ৩ বলে ৬ রান করেন। ইশান করেন ৩ বলে ২ রান।
28 Jun 2022, 08:48 PM IST
আয়ারল্যান্ডের প্রথম একাদশ
পল স্টার্লিং, অ্যান্ডি বলবির্নি (ক্যাপ্টেন), গ্যারেথ ডেলানি, হ্যারি টেকটর, লরকান টাকার (উইকেটকিপার), জর্জ ডকরেল, মার্ক আডায়ার, অ্যান্ডি ম্যাকব্রায়ান, ক্রেগ ইয়ং, জোস লিটল ও কনর অলফার্ট।
প্রথম ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতা যুজবেন্দ্র চাহালকে দ্বিতীয় ম্য়াচে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখল ভারত। এই ম্যাচের প্রথম একাদশে একসঙ্গে তিনটি বদল করে ইন্ডিয়া। বাদ দেয় রুতুরাজ গায়কোয়াড়, আবেশ খান ও চাহালকে। দলে ঢোকেন সঞ্জু স্যামসন, হার্ষাল প্যাটেল ও রবি বিষ্ণোই। উল্লেখ্য, এই ম্যাচে একসঙ্গে তিনজন উইকেটকিপার মাঠে নামবেন ভারতের হয়ে। ইশান ও কার্তিকের সঙ্গে যোগ দিলেন স্যামসন। যদিও কিপিং করবেন কার্তিক। বাকি দু'জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামছেন।
28 Jun 2022, 08:36 PM IST
টস জিতলেন হার্দিক
প্রথম ম্যাচের মতো আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচেও টস জেতেন হার্দিক পান্ডিয়া। টস জিতে ভারত অধিনায়ক এবার শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, গত ম্যাচে টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া।
28 Jun 2022, 08:01 PM IST
বৃষ্টির আশঙ্কা রয়েছে
সিরিজের প্রথম ম্যাচে বষ্টি বড়সড় প্রভাব ফেলে। বৃষ্টির পূর্বাভাষ রয়েছে দ্বিতীয় ম্য়াচ ঘিরেও। তবে আশা করা হচ্ছে বৃষ্টি হলেও ওভারে কাট-ছাঁট করে ম্য়াচ আয়োজন করা যাবে।
28 Jun 2022, 07:36 PM IST
প্রথম ম্যাচের ফলাফল
বৃষ্টির জন্য সিরিজের প্রথম ম্যাচ ২০ ওভারের বদলে ১২ ওভার প্রতি ইনিংসে কমে দাঁড়ায়। টস জিতে আয়ারল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় ভারত। আয়ারল্যান্ড নির্ধারিত ১২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৯.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১১১ রান তুলে ম্যাচ জিতে যায়।
28 Jun 2022, 07:30 PM IST
হারের আশঙ্কা নেই, নজর হোয়াইটওয়াশে
২ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে ভারত। সুতরাং, দ্বিতীয় ম্যাচের ফলাফল যাই হোক না কেন, সিরিজ হারের আশঙ্কা নেই ভারতীয় দলের। দ্বিতীয় ম্যাচে হারলে সিরিজ ড্র হবে। তবে টিম ইন্ডিয়ার নজর আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার দিকে।