অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুর টেস্টের প্রথম ইনিংসে শতরান করে দুর্দান্ত এক নজির গড়লেন রোহিত শর্মা। এমন এক রেকর্ডের সঙ্গে নিজের নাম জড়িয়ে ফেলেন হিটম্যান, যা আর কোনও ভারত অধিনায়কের নেই।
এর আগে বিশ্ব ক্রিকেটে মোটে ৩ জন ক্যাপ্টেনের দখল এমন বিরল নজির ছিল। রোহিত শর্মা সেই তালিকায় চতুর্থ সংযোজন। আসলে ক্যাপ্টেন হিসেবে তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি করা বিশ্বের চতুর্থ তথা ভারতের প্রথম ক্রিকেটারে পরিণত হন হিটম্যান।
নাগপুরে ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৭১ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন রোহিত শর্মা। হিটম্যানের টেস্ট কেরিয়ারের এটি ৯ নম্বর সেঞ্চুরি। তবে টেস্ট ক্যাপ্টেন হিসেবে এই প্রথম শতরান করলেন তিনি। এর আগে ক্যাপ্টেন হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ৩টি ও টি-২০ ক্রিকেটে ২টি শতরান করেছেন রোহিত।
হিটম্যানের আগে ক্যাপ্টেন হিসেবে তিন ফর্ম্যাটেই শতরান করার নজির রয়েছে পাকিস্তানের বাবর আজম, শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান ও দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু'প্লেসির।
আরও পড়ুন:- Ranji Trophy: রঞ্জি সেমিফাইনালে সেঞ্চুরি করে মায়াঙ্কদের পালটা দিলেন KKR-এর বাতিল ঘোড়া
তিন ফর্ম্যাট মিলিয়ে রোহিতের এটি ৪৩তম আন্তর্জাতিক শতরান। এই নিরিখে তিনি একযোগে পিছনে ফেলে দেন স্টিভ স্মিথ, ক্রিস গেইল ও সনৎ জয়সূর্যকে। তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৪২টি করে সেঞ্চুরি করেছেন এই তিন তারকা। আপাতত এই নিরিখে তালিকায় রোহিতের ঠিক সামনে রয়েছেন জো রুট। তিনি তিন ফর্ম্যাট মিলিয়ি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ৪৪টি সেঞ্চুরি করেছেন। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতেই রুটকে পিছনে ফেলে দেওয়ার হাতছানি রয়েছে রোহিতের সামনে।
আরও পড়ুন:- IND vs AUS: স্লগ সুইপে দৃষ্টিনন্দন ছক্কা, মুগ্ধ করবে অশ্বিনের দুরন্ত শট- ভিডিয়ো
নাগপুরের প্রথম ইনিংসে রোহিত শেষমেশ ১৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২১২ বলে ১২০ রান করে আউট হন। উল্লেখ্য, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত ৩০টি ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি ৪টি সেঞ্চুরি করেছেন।
তিন ফর্ম্যাট মিলিয়ে ওপেনার হিসেবে ৩৮টি সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। সচিন তেন্ডুলকর ছাড়া আর কোনও ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে ওপেন করতে নেমে রোহিতের থেকে বেশি শতরান করতে পারেননি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।