
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পাকিস্তান ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০২২ আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে। আসন্ন মেগা ইভেন্টের জন্য বোর্ড ঘরোয়া ক্রিকেটে অনেক তরুণ এবং ভালো পারফরম্যান্স করেছেন, এমন প্লেয়ারদের বেছে নিয়েছে। তবে পাকিস্তানের অনেক কিংবদন্তি দল নির্বাচন নিয়ে মোটেও খুশি নন। এবং শোয়েব আখতারের মতো পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার বলেছেন যে, বিশ্বকাপে দল যদি ভালো পারফরম্যান্স না করে, তা হলে পুরো টিম ম্যানেজমেন্টকেই বের করে দেওয়া উচিত।
দলে শোয়েব মালিকের নাম না থাকায় নির্বাচকদের দিকে আঙুল তুলেছেন ভক্তদের পাশাপাশি অভিজ্ঞরাও। দলে শোয়েব মালিক থাকলে, তাতে দল শক্তিশালী হত বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। শোয়েব মালিক সম্পর্কে শহিদ আফ্রিদি বলেছেন, ‘সারা বিশ্বে ক্রিকেট খেলেছে এবং সব জায়গায় ও ভালো করেছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য ও প্রথম সারির পছন্দের প্লেয়ার। ও অত্যন্ত ফিটও। মালিক দল, এমন কী বেঞ্চে থাকলেও, বাবর আজম অনেক সমর্থন পেত।’
আরও পড়ুন: শাহিন নিজের খরচে লন্ডনে রিহ্যাব করছেন-আফ্রিদির দাবি উড়িয়ে বড় প্রতিক্রিয়া PCB-র
চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মহম্মদ হাফিজও শোয়েব মালিককে নিয়ে বড়সড় দাবি করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বড় অভিযোগ করেছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটসম্যান মহম্মদ হাফিজ। প্রফেসর হিসেবে পরিচিত হাফিজ দাবি করেছেন যে, তিনি শোয়েব মালিককে গত বছর অবসর নিতে বলেছিলেন, কিন্তু তিনি প্রস্তুত ছিলেন না।
আরও পড়ুন: বাবর-রিজওয়ান নয়, টি টোয়েন্টির আসল ‘কিং’ হলেন কোহলি! এই সত্য মেনে নিলেন মিয়াঁদাদ
হাফিজ জানিয়েছেন, ‘আমি শোয়েব মালিককে আমার সঙ্গে অবসর নিতে বলেছিলাম। কারণ আমি অনুভব করেছিলাম যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড ওকে ওর প্রাপ্য সম্মান দেবে না। ২০১৯ বিশ্বকাপের শেষ ম্যাচে শোয়েবকে বাদ দেওয়ায় আমি হতাশ হয়েছিলাম। ওর কিন্তু একটি সম্মানজনক বিদায় প্রাপ্য ছিল।’
এশিয়া কাপে পরাজয়ের পর পাক অধিনায়ক বাবর আজম এবং নির্বাচকদের সমালোচনা করে পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক টুইটারে অভিযোগ করেন যে, তাঁরা প্রতিভাবান প্লেয়ারদের তুলনায় বন্ধু ক্রিকেটারদের বেছে নিয়েছেন। টুইটে তিনি লিখেছিলেন, ‘বন্ধুত্ব, পছন্দ-অপছন্দের সংস্কৃতি থেকে আমরা কবে বেরিয়ে আসব। আল্লাহ সব সময়s সৎ ব্যাক্তিদের সাহায্য করেন...’। প্রসঙ্গত, শোয়েব মালিক গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে সুযোগ পাননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports