
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
দিনকয়েক আগেই ওয়েম্বলিতে ‘ফিনালিসিমা’য় লিওনেল মেসির হাতে পর্যদুস্ত হতে হয়েছিল ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে। ৩-০ আর্জেন্তিনা হারিয়েছিল ইতালিকে। তার ঠিক পরের ম্যাচেই উয়েফা নেশনস লিগে জার্মানির বিরুদ্ধে লিড নিয়েও ১-১ ড্র করল রবার্তো মানচিনির দল।
আর্জেন্তিনার কাছে পরাজিত হওয়া দল থেকে প্রথম একাদশে হোলেসেল বদল ঘটিয়ে এই ম্যাচে মাঠে নেমেছিল ইতালি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে পরিবর্ত হিসাবে নামা অভিষেককারী উইলফ্রেড গনোটোর ক্রস থেকে ইতালিকে লিড এনে দেন লরেঞ্জো পেলেগ্রিনি। তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। জার্মান মিডফিল্ডার জশুয়া কিমিক, মাত্র তিন মিনিট পরে রিবাউন্ড শট থেকে গোল করে জার্মানিকে ম্যাচে সমতায় ফেরান। ম্যাচে আর কোনও গোল না হলেও, শেষের দিকে ইতালির প্রথম বাছাই গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা আহত হন। ফলে ইতালির চিন্তা বাড়ল বৈকি।
আরও পড়ুন- গোল পেলেন না রোনাল্ডো, আবারও ড্র পর্তুগাল-স্পেন ম্যাচ
এই গ্রুপেরই আরেকটি ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে মাঠে নেমেছিল ইংল্যান্ড। দর্শকদের খারাপ ব্যাবহারের জন্য এই ম্যাচে বড়দের উপস্থিত থাকার ওপর নিষেধাজ্ঞা জারি হলেও, প্রচুর স্কুলপড়ুয়া খুদেরা গ্যালারিতে হাঙ্গেরির হয়ে গলা ফাটানোর জন্য উপস্থিত ছিলেন এই ম্য়াচে ১-০ গোলে পরাজিত হয় ইংল্যান্ড। ১৯৬২ সালের বিশ্বকাপে হারের পর অভূতপূর্বভাবে ছয় দশক হাঙ্গেরির কাছে হারেনি ইংল্যান্ড। তবে এদিনই হাঙ্গেরির বিরুদ্ধে থ্রি লায়ান্সদের ১৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গেল।
আরও পড়ুন:- উয়েফা নেশন্স কাপের ম্যাচে বেলজিয়ামকে পর্যুদস্ত করল নেদারল্যান্ডস
ম্যাচের একমাত্র গোলটি করেন তারকা ফরোয়ার্ড ডমিনিক সবজলাই। পরিবর্ত হিসাবে মাঠে নামা ইংল্যান্ড রাইট-ব্যাট রিস জেমস মাত্র এক মিনিটের পরেই সবজলাইকে ফাউল করায় পেনাল্টি পায় হাঙ্গেরি। সেখান থেকে গোল করতে কোনও ভুল করেননি সবজলাই। পেনাল্টি শুট আউট বাদ দিয়ে ২৩ ম্যাচ পরে এটি ইংল্যান্ডের প্রথম পরাজয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
৳7,777 IPL 2025 Sports Bonus