
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
গত বছর যেখানে শেষ করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট দল, নতুন বছরে সেখান থেকেই শুরু করল সবুজ মেরুন শিবির। মোহনবাগান দল নতুন বছরের প্রথম ম্যাচে হারিয়ে দিল হায়দারাবাদ এফসিকে। পরিস্কার ৩-০ গোলে জিতল মোহনবাগান নিজেদের হোম ম্যাচে। সামনে রয়েছে বড় ম্যাচ, সেই ম্যাচ হবে কিনা ঠিক না থাকলেও, মোহনবাগান কিন্তু বড় ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়েই রাখল। ম্যাচে দর্শকদের জন্য টিকিট বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। প্রথম নতুন বছরে সমর্থকদের এবার উপহার দেওয়ার পালা ছিল ফুটবলারদের। হতাশ করলেন না সাহাল, লিস্টনরা।
প্রথম একাদশে গ্রেগ স্টুয়ার্টকে রাখেননি বাগান কোচ মোলিনা। বোঝাই যাচ্ছিল চোট কাটিয়ে ফেরায় তাঁকে বেশি চাপ দিতে চাননি বাগানের স্প্যানিশ কোচ। দিমিত্রি পেত্রাতোস খেলেননি। ডার্বির আগে নতুন করে স্টুয়ার্টকে নিয়ে ঝুঁকি নিতে চাননি মোলিনা, আর বাগানের বাকি দলও নিজেরাই দায়িত্ব কাঁধে তুলে নিলেন ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে মোহনবাগানকে পয়েন্ট তালিকার শীর্ষেই রাখার।
ম্যাচের ৯ মিনিটেই কাঙ্খিত গোলের দেখা পেয়ে যায় মোহনবাগান দল। লিস্টন দুরন্ত পাস বাড়িয়েছিলেন সাহালকে উদ্দেশ্য করে। বাগানের মিডফিল্ডার জোরালো শটও নিয়েছিলেন, কিন্তু তা বাঁচিয়ে দেন গোলরক্ষক আর্শদীপ সিং, তবে ফিরতি বল ডিফেন্ডার স্টিফান সাপিচের গায়ে লেগে গোলে ঢুকে যায়, এগিয়ে যায় মোহনবাগান।
আরও পড়ুন-দলে না থাকা থেকে সোজা অধিনায়ক! গিল নিয়ে একী বলে দিলেন বিরাটের প্রাক্তন সতীর্থ
মোহনবাগান দল এগিয়ে গিয়েও ইনসুরেন্স গোলের লক্ষ্যে ছিল। মাঝেমধ্যেই সল্টলেক স্টেডিয়ামে হায়দরাবাদের রক্ষণে আক্রমণে উঠছিলেন লিস্টন, সাহালরা। চাপ ছিলই। এরই মধ্যে টল আলদ্রেদ ডিফেন্স থেকে উঠে গিয়ে ৪১ মিনিটের মাথায় দুরন্ত হেডারে গোল করে যান। বাগানের লিড দাঁড়ায় ২-০। লেমন ব্রেকে এই ব্যবধান রেখেই যায় সবুজ মেরুন শিবির।
আরও পড়ুন-পন্তের বেপরোয়া মনোভাবে বিরক্ত? গম্ভীরের কড়া বার্তা, ‘দলের প্রয়োজন বুঝে খেলতে হবে...’
ফিরেই ৫১ মিনিটের মাথায় ফের গোলের দেখা পেয়ে যায় মোহনবাগান। তখনই কার্যত মোহনবাগানের জয় নিশ্চিত হয়ে যায়। জ্যাসন কামিনস বল পেয়ে যান লিস্টনের পাস থেকে। বক্সের ওপর থেকে বাঁপায়ের দুরন্ত শটে জাল কাঁপিয়ে দেন অজি বিশ্বকাপার। সেই সঙ্গে বাগানের ব্যবধান দাঁড়ায় ৩-০। শেষ লগ্নে জ্যাসন কামিনসকে তুলে নিয়ে স্টুয়ার্টকে নামান মোলিনা। এরপর ম্যাচের শেষ লগ্নে লিস্টনের জোরালো শট সেভ করেন আর্শদীপ। ম্যাচের সেরা নির্বাচিত হন লিস্টন কোলাসো।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports