প্রেমে পড়া বারণ নয়! ২০২১-এ যে বলি-তারকারা সদর্পে ঘোষণা করেছেন তাঁদের সম্পর্ক Updated: 30 Dec 2021, 10:21 PM IST Rahul Majumder চলতি বছরে বহু মানুষ যেমন কাছের মানুষকে হারিয়েছেন আবার অনেকেই ভালোবাসার মানুষের সন্ধান পেয়েছেন। বলিউডও তার ব্যতিক্ৰম নয়। এ বছর একাধিক তারকা খুঁজে পেয়েছেন তাঁর মনের মানুষকে।