বিশ্বকাপে জল বইলেন বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন, কামিন্সকে নিয়ে ধন্য ধন্য রব, সচিন-কোহলি-ধোনিরাও কিন্তু এমন কাজ করেছেন Updated: 06 Jun 2024, 08:18 PM IST Abhisake Koley Australia vs Oman, T20 World Cup 2024: বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন প্যাট কামিন্স প্রথম একাদশে সুযোগ না পেয়ে সতীর্থদের জল বইছেন। এমন ছবি দেখে ধন্য ধন্য রব ক্রিকেটমহলে। ব্র্যাডম্যান থেকে সচিন, কোহলি থেকে ধোনি, জল বয়েছেন বহু তারকাই।