Vande Bharat Train from Sealdah: এবার লোকাল ট্রেনের রুটে শিয়ালদা থেকে ছুটবে বন্দে ভারত, দাঁড়াবে কোথায় কোথায়? Updated: 13 Jun 2023, 07:03 PM IST Abhijit Chowdhury হাওড়া থেকে ইতিমধ্যেই দু'টি বন্দে ভারত এক্সপ্রেস ছুটছে এখন। ভবিষ্যতে আরও দু'টি বন্দে ভারত মেট্রো হাওড়া থেকে চালু হতে পারে জানা যাচ্ছে। এরই মধ্যে জানা গিয়েছে, শিয়ালদা স্টেশন থেকেও একটি বন্দে ভারত মেট্রো ট্রেন ছোটানোর পরিকল্পনা করছে পূর্ব রেল।