Vande Bharat Express: কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত শনিবারই ঘোষণা করেন যে সেপ্টেম্বর থেকে প্রতি মাসে প্রায় চারটি করে বন্দে ভারত ট্রেনকে ‘ফ্ল্যাগ অফ’ করা হবে। এই আবহে এবার রেল সূত্রে খবর, ১৫ অগস্টের আগেই দু’টি বন্দে ভারত এক্সপ্রেস তৈরি হয়ে ট্র্যাকে নামবে এবং পরীক্ষামূলক ভাবে এই ট্রেনগুলি চলবে। যদিও ট্রেনের আসন, বোগি তৈরির ক্ষেত্রে কিছুটা পিছিয়ে রেল।