শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপের মহারণ। রবিবার (২৮ অগস্ট) টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্য়াচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। সেই ম্যাচের আগেই ভারতীয় দলের নতুন জার্সি প্রকাশ্যে চলে এল। সৌজন্যে দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।
শেয়ার করুন
2/7
শেয়ার করুন
শুধু ভারতীয় দলই নয়। পাকিস্তানের জার্সিও প্রকাশ্যে চলে এসেছে। পাক প্লেয়ারদেরও জার্সি পরে ফটোশ্যুট করতে দেখা গিয়েছে।
3/7
শেয়ার করুন
জাদেজা আবার ভারতের প্রথম খেলোয়াড়, যিনি এশিয়া কাপের জার্সির ছবি প্রকাশ্যে আনলেন। জাডেজা ভারতীয় জার্সি পরে তোলা সেই ছবি ক্যাপশনে লেখেন, 'প্রস্তুতি নিচ্ছি।'
4/7
শেয়ার করুন
এ দিকে এশিয়া কাপ শুরুর আগেই বেশ চাপে পাকিস্তান। শাহিন আফ্রিদি ছিটকে যাওয়ার পর পাকিস্তান ক্রিকেট দলের জন্য আর একটি দুঃসংবাদ এসেছে। নেট সেশনের সময় মহম্মদ ওয়াসিম পিঠে চোট পান। যার পরে তাঁকে এমআরআই করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে তার চোট কতটা গুরুতর তা এখনও স্পষ্ট নয়। এই চোটের কারণে যদি ওয়াসিম ভারতের বিপক্ষে খেলতে না পারেন, তা হলে পাকিস্তানের জন্য নিঃসন্দেহে এটা বড় ধাক্কা হবে।
5/7
শেয়ার করুন
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ছিল পাকিস্তান। এ বার তাদের বিরুদ্ধে রোহিত শর্মার টিমের বদলা নেওয়ার পালা।
6/7
শেয়ার করুন
পাকিস্তান-ভারত দ্বৈরথ নিয়ে অনেকেই পাকিস্তানের পাল্লা ভারি বলে দাবি করছেন। এ দিকে ভারত এ বার এশিয়া কাপ জিতলে, তারা শিরোরপা জয়ের হ্যাট্রিক কতরে ফেলবে।
Lights 💡 Camera 📸 BTS 🎬
The boys were at their candid best at the broadcast photoshoot for the 😍