SL vs AFG: বিশ্বকাপের সবচেয়ে বড় হেরো দল, লজ্জার নজির শ্রীলঙ্কার Updated: 31 Oct 2023, 10:00 AM IST Tania Roy শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ নিঃসন্দেহে জমিয়ে দিয়েছে আফগানিস্তান। তবে এই হারের যন্ত্রণা শ্রীলঙ্কার কাছে অনেক বড় হয়ে গেল। একেই বিশ্বকাপের সেমিতে ওঠার সমীকরণটা জটিলতর করে ফেলেছে তারা। সেই সঙ্গে গড়ে ফেলেছে অতি লজ্জার এক নজিরও।