Shubman Gill: সেঞ্চুরি নিয়ে ভাবছিলাম না, প্রাধান্য পরিস্থিতি অনুযায়ী খেলাকে, দাবি শুভমনের Updated: 08 Feb 2025, 09:15 AM IST Subhajit Guha Roy নাগপুরে ৩ নম্বরে ব্যাট হাতে অনবদ্য পারফরম্যান্স ভারতীয় দলের সহ অধিনায়কের। ৮৭ রান করে আউট হন তিনি। সেঞ্চুরি হাতছাড়া হওয়ার কারণ কী ? ম্যাচ শেষে সেই কথাই নিজেই জানালেন গিল।