শাড়িতে 'ধর্মনিরপেক্ষ' মোদী, শান্তিপুরের পদ্মশ্রীপ্রাপকের উপহারে আপ্লুত PM Updated: 13 Nov 2021, 09:38 AM IST Ayan Das এবার পদ্মশ্রী পেয়েছেন শান্তিপুরের তাঁতশিল্পী বীরেনকুমার বসাক। গত মঙ্গলবার তাঁর হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শাড়ি উপহার দিয়েছেন বীরেনবাবু। তা নিজেই পোস্ট করে জানিয়েছেন মোদী। দেখুন সেই ছবি -