Scott Boland: সিডনিতে স্ট্য়ান্ডিং ওভেশন কেন পেলেন স্কট বোল্যান্ড? Updated: 03 Jan 2025, 11:33 PM IST Subhajit Guha Roy সিডনিতে বল হাতে দুরন্ত পারফরম্যান্স স্কট বোল্যান্ডের। একটুর জন্য হাতছাড়া হয়েছে হ্যাটট্রিক। এদিন ২০ ওভার বল করে ৩১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানে অলআউট হয়ে যায় ভারত।