IPL, KKR vs LSG- ইডেনে চোটের নাটক! KKRকে হারিয়ে পন্ত বললেন, ‘ইচ্ছাকৃত করেছি’, পালে বাঘ পড়লে রেহাই পাবেন তো? Updated: 08 Apr 2025, 09:16 PM IST Moinak Mitra IPL, KKR vs LSG- ম্যাচ শেষে ঋষভ পন্ত স্বীকার করে নেন, ইচ্ছকৃত চোট লাগার নাটক করেছেন তিনি। যদিও নেটিজেনরা বলছে, যেদিন পালে সত্যি বাঘ পরবে, সেদিন কিন্তু পন্তকে ভুগতে হবে।