Rail Ticket Cancellation Refund: বাতিল হচ্ছে শয়ে শয়ে ট্রেন, কীভাবে ফেরত মিলছে টিকিটের টাকা? Updated: 20 Jun 2022, 08:21 PM IST Abhijit Chowdhury অগ্নিপথ নিয়ে বিক্ষোভ প্রদর্শন এখনও জারি রাজ্যে রাজ্যে। এই আবহে বাতিল হচ্ছে শয়ে শয়ে ট্রেন। এক্ষেত্রে টিকিটের দামের পুরো টাকাই ফেরত পাবেন যাত্রীরা। তবে কীভাবে এই টাকা ফেরত পাবেন যাত্রীরা? এর জন্য কী করতে হবে সংশ্লিষ্ট যাত্রীকে?