Pakistan Vote Counting Day 1: ১০৩ আসনে এগিয়ে PTI সমর্থিতরা, ২ আসনেই পিছিয়ে নওয়াজ Updated: 08 Feb 2024, 10:07 PM IST Ayan Das Pakistan Election Results 2024 Day 1: পাকিস্তানে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। আপাতত পাকিস্তানে গণনা চলছে। ব্যালট পেপারে গণনা হচ্ছে। প্রথমদিনে অবশ্য তেমন আহামরি কিছু ট্রেন্ড সামনে আসেনি। তাও প্রথম দিনের গণনায় কী তথ্য উঠে এল, তা দেখে নিন।