এবার থেকে কি UPI লেনদেনে চার্জ দিতে হবে ব্যবহারকারীকে? এই সম্ভাবনা দেখা দিতেই চিন্তায় পড়েছিলেন দেশের দেসের কোটি কোটি মানুষ। তবে ইতিমধ্যেই কেন্দ্রের তরফে এই বিষয়ে অভয় প্রদান করা হয়েছে। এবার এই বিষয়ে বড় বক্তব্য রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।