Abhishek on Justice Ganguly in SC: প্রায় সব মামলায় আমায় টেনে আনেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নামে নালিশ অভিষেকের Updated: 27 Jan 2024, 02:58 PM IST Ayan Das কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে যে নজিরবিহীন সংঘাত হয়েছে, সেই মামলায় সওয়াল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি দাবি করলেন যে প্রায় সব মামলায় তাঁর নাম টেনে আনেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।