Kolkata Metro New Station: সব কাজই শেষ প্রায়, আকাঙ্খা মোড়ের মেট্রো স্টেশনের অন্দরমহল পুরো ঝাঁ-চকচকে! Updated: 19 Nov 2023, 05:43 PM IST Ayan Das মঙ্গলদীপ মেট্রো স্টেশনের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। যা কবি সুভাষ-এয়ারপোর্ট মেট্রো করিডরের নয়া স্টেশন। সেই মেট্রো স্টেশনের বাইরে থেকে তো দেখা গিয়েছে। ভিতর থেকে কীরকম দেখতে হয়েছে সেই মেট্রো স্টেশন, সেই ছবি দেখে নিন।