MP-Chhattisgarh Opinion Poll: ২৪-এর আগে হিন্দি বলয়ে চাপে BJP, MP-ছত্তিশগড়ে 'এগিয়ে' কংগ্রেস, বলছে সমীক্ষা Updated: 02 Oct 2023, 08:18 AM IST Abhijit Chowdhury আর কয়েকদিন পরই মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে অনুষ্ঠিত হতে চলেছে বিধনসভা নির্বাচন। এই দুই রাজ্যে গতবার বিজেপিকে হারতে হয়েছিল। পরে অবশ্য মধ্যপ্রদেশে সরকার ভেঙে ক্ষমতা দখল করেছিল বিজেপি। এই আবহে এবারের নির্বাচনে কী ফল হবে এই দুই রাজ্যে? জানুন জনমত সমীক্ষা।