বাংলা নিউজ >
ছবিঘর > Kolkata Weather Update till 15th Jan: বৃহস্পতিতেই ঝপ করে ৪ ডিগ্রি নামতে পারে কলকাতার পারদ, ঠান্ডা থাকবে কতদিন?
Kolkata Weather Update till 15th Jan: বৃহস্পতিতেই ঝপ করে ৪ ডিগ্রি নামতে পারে কলকাতার পারদ, ঠান্ডা থাকবে কতদিন?
Updated: 09 Jan 2024, 03:26 PM IST Abhijit Chowdhury
সপ্তাহ শেষে ভালোই শীত অনুভূত হবে কলকাতায়। মকর সংক্রান্তিতে এমনই আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগামী বৃহস্পতি থেকে ঝপ করে রাতের পারদ নামতে পারে। এই ঠান্ডা বেশ কয়েকদিন থাকবে বলেও আভাস দিয়েছে হাওয়া অফিস। জেনে নিন পূর্বাভাস।