Airport to Haldiram metro service start: চার দশকের পুরনো স্ট্র্যাটেজি মেট্রোর! এয়ারপোর্ট-হলদিরাম অংশে কবে পরিষেবা শুরু? Updated: 12 May 2024, 10:16 PM IST Ayan Das নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো করিডরের (অরেঞ্জ লাইন) নয়া অংশে বাণিজ্যিক পরিষেবা চালু করার জন্য পুরনো স্ট্র্যাটেজি নিচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আর সেইমতো কবে এয়ারপোর্ট থেকে হলদিরাম পর্যন্ত পরিষেবা চালু হতে পারে?