Kolkata Metro modern rakes: যেন বিদেশ! ৮৫ আধুনিক ও স্টাইলিশ রেক আসছে কলকাতা মেট্রোয়, কবে থেকে ছুটবে? Updated: 03 Sep 2023, 01:27 PM IST Ayan Das মেট্রো ধরতে ছুটছেন। আপনার সামনে যে রেক এসে দাঁড়াবে, তা দেখলে বুঝতেই পারবেন না যে এটা বিদেশের কোথাও দাঁড়িয়ে আছেন কিনা। কারণ অত্যাধুনিক ও স্টাইলিশ রেস আসতে চলেছে কলকাতা মেট্রোয়। মোট ৮৫টি রেকের জন্য ৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।