ভারতের অধিকাংশ আইটি সেক্টর সংস্থায় নিয়োগ সংক্রান্ত চুক্তিতে 'কুলিং অফ পিরিয়ডের' উল্লেখ থাকে। অর্থাৎ, কোনও কর্মী সেই সংস্থা থেকে চাকরি ছাড়লে একই ধরনের অন্য কোম্পানিতে সঙ্গে সঙ্গে চাকরিতে যোগ দিতে পারবেন না। সোজা কথায়, একটা চাকরি ছেড়েই প্রতিপক্ষের খাতায় নাম লেখানো যাবে না। তবে মানা হচ্ছে না সে নিয়ম।