IPL 2022: অরেঞ্জ ক্যাপের দৌড়ে নাগালের বাইরে, বাটলারকে টক্কর দেওয়ার কেউ থাকলই না Updated: 28 May 2022, 08:19 AM IST Tania Roy আইপিএলের পাইনাল এখনও বাকি। তবে অরেঞ্জ ক্যাপের দৌড়ে জোস বাটলারের ধারেকাছে কেউ নেই। এই মরশুমে তাই কমলা টুপি উঠতে চলেছে বাটলারের মাথায়। আর বাটলার এ বার যা খেলেছেন, তাতে এই ক্যাপের যোগ্য ব্যক্তি এ বার রাজস্থান রয়্যালসের ব্রিটিশ তারকা।