ICC CWC 2023 Final: রোহিতরা চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবেন জানেন? রানার্সদের পুরস্কার মূল্যও কিন্তু আকাশছোঁয়া Updated: 19 Nov 2023, 01:12 PM IST Tania Roy ৪০ বছর আগে কপিল দেবরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে এক লক্ষ টাকা পুরস্কার পেয়েছিলেন বিসিসিআই-এর থেকে। এছাড়াও পেয়েছিলেন একটি করে সোনার চেন। এই টাকা এবং চেনের জোগাড় করতে গিয়ে বিসিসিআই কর্তাদের সাহায্য নিতে হয়েছিল তারকা গায়িকা লতা মঙ্গেসকরের।