Gilgit Baltistan: ক্ষোভে উত্তাল গিলগিট বালতিস্তান! গমের দাম বাড়তেই বনধের চেহারা নিল PoKএর এই এলাকা
Updated: 27 Jan 2024, 06:22 PM ISTপাকিস্তানের সংবাদ পত্র দ্য ডন-এর খবর অনুযায়ী, এই দ... more
পাকিস্তানের সংবাদ পত্র দ্য ডন-এর খবর অনুযায়ী, এই দামের বৃদ্ধি নিয়ে গিলগিট বালতিস্তানে ক্ষুব্ধ জনতার মিছিল দেখা গিয়েছে। যার জেরে থমকে গিয়েছে ট্রাফিক।
তথ্য বলছে, পাক অধিকৃত কাশ্মীরের তাঙ্গির, আস্তোর, খারমং, স্করদু, শিগড়, ঘাঞ্চে, হুনজা, নগর ও ঘিজারেও জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এছাড়া শুক্রবার নামাজের পর দিয়ামের জেলা সদরের চিলাসের সিদ্দিক আকবর চকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। ফলে ক্ষোভের আগুন যে পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন এলাকায় ছড়াচ্ছে তা বলাই বাহুল্য।
পরবর্তী ফটো গ্যালারি