Gaganyaan mission preparation: ভারতের মহাকাশযানের ‘বডিগার্ড’! ‘গগনযান’ মিশনের প্যারাশ্যুট টেস্টে সফল ISRO Updated: 12 Aug 2023, 08:20 AM IST Ayan Das Gaganyaan mission preparation: স্বপ্নের গগনযান মিশনের জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। সাফল্য পেল আরও একটি পরীক্ষায়। যা পৃথিবীতে প্রবেশের সময় ইসরোর মহাকাশযানকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।