Sheldon Jackson Retires: জাতীয় দল এখন দূর গ্রহ, মূল স্রোত থেকে হারিয়ে যাওয়ার আগেই ‘অবসর’ প্রাক্তন KKR তারকার Updated: 03 Jan 2025, 03:11 PM IST Abhisake Koley Sheldon Jackson Retires: বিজয় হাজারে ট্রফির মাঝেই সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও লাল বলের ক্রিকেট চালিয়ে যাবেন সৌরাষ্ট্রের তারকা ক্রিকেটার।